
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন ২০২৫ এর আচরণবিধিসহ নির্বাচনের সামগ্রিক বিষয় নিয়ে শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টায় চবি সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজন করেছে নির্বাচন কমিশন।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন, নির্বাচন কমিশনার ও সদস্য-সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী, নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, ড. মো. আনোয়ার হোসেন এবং চাকসু নির্বাচন আচরণবিধি মনিটরিং সেলের সদস্য প্রফেসর ড.মোহাম্মদ মাহবুব মোর্শেদ, প্রফেসর ড. খাদিজা মিতু ও সহযোগী অধ্যাপক ইব্রাহিম হোসেনসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল সিদ্দিকীর সঞ্চালনায় প্রার্থী ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন। এ সময় প্রার্থী ও শিক্ষার্থীরা আচরণবিধি ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন, মতামত ও পরামর্শ পেশ করেন। আলোচনায় উপস্থাপিত শিক্ষার্থীদের মতামত, পরামর্শ সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুন্দর একটি চাকসু নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এক্ষেত্রে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা দরকার। নির্বাচন সুন্দরভাবে আয়োজন করার ব্যাপারে আমরা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা পাচ্ছি। আমরা চাই অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন হোক।