
দেশচিন্তা ডেস্ক: আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার ছদরে মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি হাফেজ আহমদুল্লাহ (রহ.) রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজা আজ রাত ৯টায় পটিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম এবং মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, মুফতি হাফেজ আহমদুল্লাহ (রহ.) ছিলেন দ্বীনের একনিষ্ঠ খাদেম। তিনি দীর্ঘদিন পটিয়া মাদ্রাসার ছদরে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর হাতে গড়ে ওঠা অসংখ্য ছাত্র আজ আলেম হয়ে দ্বীনের খেদমতে নিয়োজিত রয়েছেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
নেতৃবৃন্দ আরও বলেন, আল্লাহ তায়ালা মরহুমের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলগুলো কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মর্যাদা দান করুন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহ সবাইকে সবরে জামিল দান করুন, আমীন।