আজ : বুধবার ║ ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম-১৫ আসনে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে ঐতিহাসিক বিজয় নিশ্চিত করতে হবে: মুহাম্মদ শাহজাহান

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, এখন থেকে সাংগঠনিক কাজের ন্যায় নিয়মিত নির্বাচনী কাজ করতে হবে। আগামী নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে ঐতিহাসিক বিজয় নিশ্চিত করতে হবে। এলক্ষ্যে সকলকে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।

রবিবার রাত ৯.০০ টায় বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম-১৫ আসন কমিটির উদ্যোগে চট্টগ্রাম মহানগরীতে অবস্থানরত রুকনদের নিয়ে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম-১৫ আসন পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং নায়েবে আমীর ও আসন কমিটির সচিব ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া সংসদীয় আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিজ্ঞানী মুহাম্মদ নজরুল ইসলাম।
এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-১০ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, মাওলানা আরিফুর রশীদ, চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাইল, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দীন, সাতকানিয়া পৌরসভার আমীর অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ, লোহাগাড়া উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, কোতোয়ালী থানার সেক্রেটারি মোস্তাক আহমদ, কোতোয়ালী থানা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা হামিদুল ইসলাম, চান্দগাঁও থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি ওমর গণি সহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

প্রধান অতিথি আরও বলেন, অতীতে এ আসন থেকে আমরা অনেকবার বিজয়ী হয়েছি। পরপর তিনবারের বিজয়ী আসনের নাগরিক হিসেবে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্বাচনী ময়দানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারের দোসররা আজ বসে নেই। তাদের প্রত্যক্ষ ইন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় নারকীয় তাণ্ডব চালায়। তান্ডব ও হামলাকারী যে দল বা মতেরই হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রধান উপদেষ্টার প্রতি সম্মান রেখে বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার সম্মানজনক বিদায় নিতে পারলেই দেশ ও জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। এটাই জাতির প্রত্যাশা। এছাড়াও দেশের যেকোন সংকট উত্তরণে জামায়াত অতীতের ন্যায় গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক সংগঠন হিসেবে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করেই যাবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, জনগণ ফ্যাসিবাদের অত্যাচারে অতিষ্ট হয়ে জামায়াতকে ক্ষমতায় আসীন করতে চায়। তাই সকলের কাছে পৌঁছার এবং তাদের খোঁজখবর নিতে পাশে থাকতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে শহরে ও গ্রামে উভয়দিকে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহবান জানাচ্ছি।

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া সংসদীয় আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, ৪৪ বছর দক্ষিণ চট্টগ্রাম তথা সাতকানিয়া লোহাগাড়ার খেদমত করেছি। আমৃত্যু খেদমত করে যাবো, ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে চট্টগ্রামের সকল আসনে বিজয় নিশ্চিত করতে সকলকে জানবাজি রেখে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক জাফর সাদেক বলেন, জনগণ ইসলামের পক্ষে ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ১৫ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। তাই তরুণ যুবকদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে দিবে, ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সাতকানিয়া লোহাগাড়ার অধিকাংশই শহরে অবস্থান করে। তাদের সবাইকে সাথে নিয়ে দুদিকেই দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে হবে। আগামীর নির্বাচনে বিজয় আমাদের সুনিশ্চিত, ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে জননেতা আনোয়ারুল আলম চৌধুরী বলেন, গ্রাম ও শহরে দায়িত্বশীলদের সমন্বয়ে ময়দানে ঝাপিয়ে পড়লে একটি নীরব বিপ্লব নিশ্চিত হবে। বিরোধীরা যতই ষড়যন্ত্র করুক, আমাদের অগ্রযাত্রা দমাতে পারবেনা, ইনশাআল্লাহ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ