
নাঈমুল মাসুম
আমি পথহারা ট্রেনের যাত্রী কেবল,
গন্তব্য করে রেখেছি গোপন।
দোলাচলা রং আঁকাবাঁকা পথে!
ধূসর আকাশে মেঘেদের ফোঁটা ঝরে।
স্বপ্নগুলো আজ কাগজের নৌকা,
অনিশ্চিত দিগন্তে নদীর বুকে ভাসা।
ভাঙছে জীবন, থমকে আছে সময়।
অন্ধকারে কাশবন কাঁদে।
বেদনার বলয়, চক্রবাক বিষাদ
তবুও দাহ জ্বলে, জ্বলে কাব্য জলে!
পড়েছেনঃ ৩৪